ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,সোমবার ২৫ আগস্ট ২০২৫ || ভাদ্র ১০ ১৪৩২:
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার জেরে বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল ব্যক্তি।
সোমবার বেলা ১১টার পর সেগুনবাগিচায় ফজলুরের বাসার সামনে তারা অবস্থান নেন।
রমনা বিভাগের পুলিশের উপ কমিশনার মাসুদ আলম বলেন, “তারা বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।”
Advertisement
বিভিন্ন টকশোতে তার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ বিক্ষোভ চলছে বলে জানান তিনি।
নিজেকে ‘বিপ্লবী ছাত্র-জনতা’ পরিচয় দিয়ে আন্দোলনে অংশ নেওয়া শাহ মইন বলেন, “এই আন্দোলনের সাথে যোগ দেওয়ার বিষয়ে এনসিপি, ইনকিলাব মঞ্চ এবং শিবিরের সাথে যোগাযোগ হয়েছে। তারা আসবে বলে আমাদের জানিয়েছে।”
সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে ফজলুর রহমানের বাসা। সেখানে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপকমিশনার মাসুদ দুপুর সোয়া ১টার দিকে বলেন, “তাদেরকে অনেক অনুরোধ করার পর রাস্তা ছেড়ে দিয়ে দুদকের সমানের জায়গায় অবস্থান নেয়।
“তারা এখন ৭/৮জন আছে এবং এদের একজন এনসিপির নেতা।”

ফজলুর রহমান
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের’ অভিযোগে রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেয় বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন নিয়ে সম্প্রতি ভিন্ন বক্তব্য দেন। আওয়ামী লীগ সরকার পতনের জন্য তিনি জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকে দায়ী করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছিলেন।
Advertisement
আওয়ামী লীগ থেকে বিএনপির রাজনীতিতে নাম লেখানো আইনজীবী ফজলুর সম্প্রতি টিভি আলোচনা অনুষ্ঠানে বলেন, ৫ অগাস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের ‘রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র’ করে আসছে।
কিশোরগঞ্জ থেকে ১৯৮৬ সালে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিএনপি।