ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার ০৯ আগস্ট ২০২৫ || শ্রাবণ ২৫ ১৪৩২ :
শুরু থেকে অভিযোগটি অস্বীকার করছেন জায়েদ খান। তিনি বারবার বলছেন, এ ধরনের ঘটনা ঘটেনি এবং তিনি চড়ও খাননি।
Advertisement
“জায়েদ খুব ভালো মানুষ,” আজ সকালে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি।
গত শুক্রবার ওমর সানী তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ করায় বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মারেন বলে জানান। চড়ের পর ওমর সানীকে পিস্তল বের করে মারার হুমকি দেন জায়েদ খান। এমন অভিযোগ এনেছিলেন ওমর সানী নিজেই।
যদিও শুরু থেকে অভিযোগটি অস্বীকার করছেন জায়েদ খান। তিনি বারবার বলছেন, এ ধরনের ঘটনা ঘটেনি এবং তিনি চড়ও খাননি। আর বিয়ের অনুষ্ঠানে পিস্তল নিয়ে যাওয়ার কারণও নেই।
“এখানে আমার প্রসঙ্গটা টানার কোনো কারণ ছিল না। জায়েদকে আমি খুব স্নেহ করি। ও আমাকে যথেষ্ট সন্মান করে। যতটুকু কাজের সম্পর্ক সেটা খুব ভালো,” বলেন মৌসুমী।
“সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। এরকম কোনো মন মানসিকতা ওর মধ্যে দেখিনি”, বলেন মৌসুমী।
মৌসুমী আরও বলেন, “সে আমাকে বিরক্ত করছে, উত্যক্ত করছে এরকম কথা কেন যে বারবার আসছে বুঝতে পারছি না। যদি আমাদের কোন সমস্যা হয়ে থাকে তাহলে এটা পারিবারিকভাবে সমাধান হওয়া উচিত ছিল। তাই এখানে জায়েদের কোনো দোষ খুঁজে পাচ্ছি না।”
Advertisement
জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ করার পর এবার তার বিরুদ্ধে জিডি করবেন বলে জানিয়েছেন ওমর সানি।