অপহৃত মাদরাসাছাত্রী ৫ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেপ্তার

SHARE

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার। ছবি : ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়ার ধুনট প্রতিনিধি,মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ়  ৩১ ১৪৩২  :

বগুড়ার ধুনট উপজেলায় মাদরাসায় যাওয়ার সময় ফাঁকা রাস্তায় ছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলায় আব্দুল লতিফ (৫৬) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল লতিফ উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের শাহজাহান আলীর ছেলে।

এর আগে ১৩ জুলাই রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আব্দুল লতিফের দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশপাতা গ্রামের ১৫ বছর বয়সী এক মেয়ে মথুরাপুর আমিনা ময়েন সিনিয়র মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। প্রায় ছয় মাস ধরে মেয়েটি বাড়ি থেকে মাদরাসায় যাতায়াতের পথে আব্দুল লতিফ তাকে কু-প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি তার কু-প্রস্তাবে রাজী হয়নি।

Advertisement

এ অবস্থায় গত ৮ জুলাই সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় পথিমধ্যে ধেরুয়াহাটি গ্রামের ফাঁকা রাস্তায় পৌঁছে মেয়েটি। তখন তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায় আব্দুল লতিফ। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে গত ১১ জুলাই আব্দুল লতিফের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোহাম্মাদ আলী বলেন, ভুক্তভোগীর জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে ও শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে আব্দুল লতিফ একাধিক নারীর সর্বনাশ করেছে।

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার। ছবি :ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)