ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, সোমবার ১৪ জুলাই ২০২৫ || আষাঢ় ৩০ ১৪৩২ :
শুটিং সেটে মারা গেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত স্টান্টম্যান এস. এম. রাজু। রবিবার (১৩ জুলাই) পরিচালক পি. এ. রঞ্জিতের পরবর্তী সিনেমার গাড়ি স্টান্ট করার সময়ে মারা তিনি। এ মুহূর্তের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Advertisement
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোলা ময়দান। ক্যামেরা নিয়ে ছুটছে একটি গাড়ি। তার পেছনে রয়েছে একটি এসইউভি। এটি ড্রাইভ করছিলেন রাজু। কিছুটা পথ ছুটে চলার পর বিপরীত দিক থেকে ছুটে আসে আরেকটি গাড়ি। তারপর রাজুর গাড়িটি র্যাম্পের ওপর দিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে শূন্যে গাড়িটি কয়েকবার ডিগবাজি খেয়ে দূরে গিয়ে পড়ে। পরে দেখা যায়, রাজুর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে রাজুকে টেনে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষ রক্ষা হয়নি।
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা বলেন, “রঞ্জিতের সিনেমার গাড়ি ভাঙার দৃশ্য করার সময় স্টান্টম্যান রাজুর মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি রাজুকে অনেক বছর ধরে চিনি। আমার সিনেমায় অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করেছেন। রাজু একজন সাহসী মানুষ ছিলেন।”
“আমি রাজুর আত্মার শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক সহ্যের শক্তি দিন। আমার দায়িত্বের অংশ হিসেবে তাদের পাশে থাকব।” বলেন বিশাল।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
রাজু তার সাহসী স্টান্টের জন্য তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপরিচিত ছিলেন। বছরের পর বছর ধরে অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন। অনেক অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা তার কাজের প্রশংসা করেছেন।
স্টান্টম্যান রাজু, দুর্ঘটনার দৃশ্য