ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর পুরান ঢাকা প্রতিনিধি,রোববার ১৩ জুলাই ২০২৫ || আষাঢ় ২৯ ১৪৩২ :
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই বলে দাবি করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার (১৩ জুলাই) আনসার সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে আনসারের কোন সদস্য দায়িত্বরত ছিল না। এ ঘটনায় আনসার সদস্যদের দায় নেই।
Advertisement
তিনি আরও বলেন, আনসাররা ক্ষেত্র বিশেষে অসহায়। এটা মূলত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আনসারের সব জায়গায় সক্ষমতা থাকে না পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
উল্লেখ্য, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাথর মেরে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাস্থলের পাশেই আনসার ক্যাম্প থাকলেও হত্যাকাণ্ডের সময় তারা এগিয়ে না আসায় সমালোচনা চলছে নেটদুনিয়ায়।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ: ফাইল ছবি