এই দিন দিন না, আরও দিন আছে: আদালত চত্বরে সোলায়মান সেলিম (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত,শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২   :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিম ও ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

Advertisement

দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কে এম আবদুল হক তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

Advertisement

আদালত কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর তাদের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সোলায়মান সেলিম বলেন, ‘এইদিন দিন না, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে, সেই দিনের কাছে।’

গত ৩ ফেব্রুয়ারি এ মামলায় তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতে সামনে আসে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে অনিক আহত হন। তাকে প্রথমে ন্যাশনাল মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিম। ফাইল ছবি