ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খোলা কাগজের সৌজন্যে, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ || আষাঢ় ২৬ ১৪৩২ :
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে পলিথিন ব্যবহার, ফুটপাত দখল করে দোকানদারি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মেঘনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। অভিযানকালে তাকে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি দল।
Advertisement
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৬ (ক) ধারায় বাজারের একটি দোকানে পলিথিন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ওই দোকানসহ বিভিন্ন ধারায় প্রতিটি দোকানকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং রাস্তার পাশে যত্রতত্র অটোরিকশা পার্কিং না করার জন্য চালকদের সতর্ক করা হয়।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন বলেন, পরিবেশ রক্ষা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতেই আমাদের এই অভিযান। নিয়মিত এ ধরনের অভিযান চলবে। তাছাড়া জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।