ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রামের টেরিবাজার প্রতিনিধি, বুধবার ০৯ জুলাই ২০২৫ || আষাঢ় ২৫ ১৪৩২ :
চট্টগ্রামের টেরিবাজারে সকাল সাড়ে ৭টায় এক নারীর গলার চেইন ছিতনাইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায়-এক নারী একা টেরিবাজারস্থ বিগ বাজারের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতনামা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে গলা থেকে আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয় নেয়।
Advertisement
মঙ্গলবার ৮ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার ৮ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে বিনা দেব (৪৫) নামে এক নারী কোতোয়ালী থানাধীন টেরিবাজারস্থ বিগ বাজারের সামনে রাস্তা দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে গলা থেকে আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয় নেয়।
এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার ভিডিও ফুটেজ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কোতোয়ালী থানার আশপাশের এলাকায় অভিযান চালায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিকালে নগরের বাকলিয়া থানাধীন তক্তারপুল ইদ্রিস আলম বাড়ীর পাশে হানিফ এর গ্যারেজে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামীরা হলেন- আবুল হোসেন প্রকাশ সজিব প্রকাশ রফিক (৩৫), মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. সাদ্দাম হোসেন।
Advertisement
এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি ও একটি অটোরিক্সা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আমরা আলাদা টিমে ভাগ হয়ে অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে বাকলিয়া তক্তারপুল অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছে।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
এই ঘটনায় আজ মঙ্গলবার ৮ জুলাই রাত আটটায় এক সংবাদ সম্মেলনে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো, আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। গ্রেপ্তার আসামী সজিব প্রকাশ সজীব ও সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, চুরির ছয়টি করে মামলা রয়েছে। তারা বিভিন্ন সময় টেরিবাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথযাত্রীদের জিম্মি করে ছিনতাই করে বলে স্বীকার করেছে।
টেরিবাজারে নারীর গলার চেইন ছিনতাইকারী