ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লা মুরাদনগর প্রতিনিধি,রোববার ০৬ জুলাই ২০২৫ || আষাঢ় ২২ ১৪৩২ :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
Advertisement
শনিবার (৫ জুলাই) ঢাকার বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। পরে তাদের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে।
Advertisement
এর আগে এ ঘটনায় আজ ভোরে মুরাদনগরের আকবপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদক কারবার ও মোবাইল চুরির দ্বন্দ্বে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
এ ঘটনায় শুক্রবার (৪ জুলাই) রাতে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।