ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, সোমবার ২৩ জুন ২০২৫ || আষাঢ় ৯ ১৪৩২ :
তেহরানের ‘কুখ্যাত’ এভিন কারাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (২৩ জুন) এই হামলা হয় বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
Advertisement

ইসরাইলের বিমান বাহিনীর চালানো এ হামলায় কোন হতাহত হয়েছে কিনা বা কতটা ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়।
এই কারাগারে অনেক রাজনৈতিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে দ্বৈত নাগরিকত্বের আছেন অনেকে। যাদের ইসলামিক প্রজাতন্ত্র প্রায়ই পশ্চিমা দেশগুলোর সাথে বন্দি বিনিময় করে থাকেন।
Advertisement

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরাইলের হোম ফ্রন্টে আক্রমণ করার জন্য ইরানি একনায়ককে পূর্ণ শক্তি প্রয়োগের মাধ্যমে শাস্তি দেয়া হবে।’
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরদিন থেকে ইসরাইলে ধারবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN/
এর আগে ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরাইল। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরাইলের হামলার জবাব দেয় ইরান। পরে ইরান-ইসরাইলের টানা সংঘাত চলার পর রোববার তেহরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে মার্কিন বিমান।



