ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ || আষাঢ় ৫ ১৪৩২ :
ইরানের পাল্টা সামরিক অভিযানে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইদিয়োথ আহারোনোথ এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান সংঘাতের কারণে ইসরায়েলের ৫ হাজার ১১০ জন নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে রাজধানী তেল আবিব শহর থেকেই গৃহহীন হয়েছেন ৯০৭ জন। খবর আল জাজিরা
ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানের দিক থেকে চালানো মিসাইল ও ড্রোন হামলার ফলে একাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকায়, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN/
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের অনেকেই এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন। সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তা দেয়া হলেও মানবিক সহায়তার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন গৃহহীন মানুষরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা এবং চিকিৎসা নিয়ে উদ্বেগ বাড়ছে।