ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),রাজধানীর ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ || জ্যৈষ্ঠ ১ ১৪৩২ :
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
শুক্রবার (১৬ মে) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে।
ডিবি জানায়, তারা এখনই সেই ব্যক্তির নাম প্রকাশ করছে না। তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।