ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),রাজধানীর কলাবাগান প্রতিনিধি,মঙ্গলবার ১৩ মে ২০২৫ || বৈশাখ ৩০ ১৪৩২ :
“শুক্রবার রাত ৮টার দিকে সেনাবাহিনী এই ১৪ জনকে পুলিশের হাতে তুলে দেয়”, বলেন কলাবাগান থানার ওসি।
Advertisement
রাজধানীর লেক সার্কাস এলাকায় একটি কোম্পানির অফিস ভাঙচুরের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কলাবাগান থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানের নাম থাকার তথ্য দিয়েছে পুলিশ।
কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে সেনাবাহিনী এই ১৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে।”
গ্রেপ্তার বাকি ১৩ জনের বিস্তারিত তথ্য না জানিয়ে ওসি বলেন, “তারা লেক সার্কাস এলাকায় কাবিকো কনস্ট্রাকশন নামে একটি কোম্পানির অফিসে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
“ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই অফিসের সিসি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পেয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে পাওয়া গেছে ৩১ হাজার টাকা।”
Advertisement
ওসি বলেন, “তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। মামলায় ১৪ জনের পাশাপাশি আসামি করা হয়েছে আরও পাঁচ থেকে সাতজনকে।”
মামলায় ওই কার্যালয়ে ভাঙচুর এবং ড্রয়ার ভেঙে তিন লাখ টাকা লুটের অভিযোগ আনা হয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছে খবর ছিল, সেখানে আওয়ামী লীগের একটা অফিস রয়েছে।
“এ কারণে তারা পান্থপথের লেক সার্কাসের ভবনটির তৃতীয় তলায় অবস্থিত অফিসটির দখল নিতে যায়।”
Advertisement
ওসি বলেন, “কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন।”