ব্যাচেলরদের বাসা ভাড়া না দেওয়ার বিষয়ে নির্দেশনা নেই: ডিএমপি

SHARE

DMP-SM20160730145952ঢাকা: রাজধানীতে ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া বা না দেওয়ার বিষয়ে বাড়ির মালিকদের কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মাসুদুর রহমান।

শনিবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপি কার্যলয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভাড়াটিয়া বিবাহিত কিংবা অবিবাহিত হোক সেটার তথ্য বাড়ির মালিকদের অবশ্যই থানায় জমা দিতে হবে।

মাসুদুর রহমান আরও বলেন, যারা বাসা ভাড়া দিবেন, তারা যেন অবশ্যই ভাড়াটিয়াদের তথ্য রাখে এবং ১৮ বছরের নিচে ভাড়াটিয়াদের চেয়ারম্যান সার্টিফিকেট থানায় জমা দেয়।