ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,সোমবার ১০ মার্চ ২০২৫ || ফাল্গুন ২৫ ১৪৩১ :
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লাঠি মিছিল করেছেন শিক্ষার্থীরা।
Advertisement

রবিবার (৯ মার্চ) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে মিছিলটি শুরু হয়।
বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তারা।
Advertisement

Advertisement

মিছিলে থাকা আরিফা খাতুন নামের এক শিক্ষার্থী রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভয়ে আছি, বাইরে বের হলে কখন না জানি আমরাও ধর্ষিত হই। এসব ধর্ষকদের যদি শাস্তি না হয়, তাহলে আমাদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বাড়বে। তাদের শাস্তির দাবিতেই আমাদের এই লাঠি মিছিল।”



