সাংবাদিক পেটানো মামলায় এমপি রনির বিচার শুরু

SHARE

roni-sm20160728154330ঢাকা: সাংবাদিক পেটানোর মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী রনির বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।

চার্জ গঠনের মধ্য দিয়ে সাংবাদিক পেটানোর মামলায় রনির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রনির মামলা থেকে অব্যাহতি চাইলে বিচারক তা নাকচ করে দেন।

তার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট কবির হোসাইন। চার্জ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাছলিমা ইয়াসমিন দিপা।

আগামী ২০ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। ২০১৩ সালের ২০ জুলাই রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার অফিসে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও ক্যামেরাপারসন মহসিন মুকুলকে মারধর করেন।

এ ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী শাহবাগ  থানায় এমপি রনির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।