জঙ্গি সঙ্কটে পরামর্শ দিতে চাইলেন এরশাদ

SHARE

ershad_q3ouekpoXp11imG9kiGlmZEDy3kaLw_originalঠাকুরগাঁও: দেশে সন্ত্রাসের বিস্তার রোধে পরামর্শ নিতে সুষ্ঠু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও নর্থস এগ লিমিটেড পরিদর্শনকালে এ আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘আলোচনায় বসলে আমরা কিছু পরামর্শ দিতে পারবো। দেশে যে সন্ত্রাসের বিস্তার ঘটছে সেজন্য সুষ্ঠু রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনায় বসা উচিত। এ কাজটি সরকারকেই করতে হবে।’

গুলশান হামলায় সরকারের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে- এমন দাবি করে এরশাদ বলেন, ‘আমি বলেছিলাম যে সকল গোয়েন্দা ছিল তাদের বরখাস্ত করা উচিত।’

এ প্রসঙ্গে বিরোধীদলীয় প্রধান এরশাদ আরো বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় কয়েকজন জঙ্গি নিরীহ মানুষ হত্যা করলো। অথচ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে কিছুই জানতে পারলো না। তারা ব্যর্থ গোয়েন্দা সংস্থা।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিশেষ দূত বলেন, ‘গোয়েন্দা সংস্থা অবহেলা করেছে। তাদের বাদ দিন।’ এই হামলায় বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ্য করে এরশাদ বলেন, ‘দেশের সঙ্কট নিরসনে আমি সব দলকে নিয়ে আলোচনায় বসতে বলেছিলাম। কিন্তু সেটাতে কাজ হবে না। সরকারকেই খুঁজে বের করতে হবে- কারা জঙ্গিবাদের মদদদাতা। এ ঘটনার মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে ছোট হয়েছি।’

বিগত ইউপি ও পৌর নির্বাচনের সমালোচনা করে এরশাদ বলেন, ‘জাতীয় নির্বাচন স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু পৌর ও ইউপি নির্বাচনের মাধ্যমে মানুষের কাছে সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে। শুধু অকালে নিরীহ মানুষের প্রাণ গেছে। তাই আসুন আলোচনায় বসে সকলের পরামর্শ গ্রহণ করুন।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, সহ-সভাপতি সোলায়মান আলী সরকার, শ্যামল কুমার ঘোষ প্রমুখ।