ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভোলা প্রতিনিধি, শনিবার ০৯ নভেম্বর ২০২৪ || কার্তিক ২৫ ১৪৩১ :
ভোলায় পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যে মামলা করতে গিয়ে বিফল হলেন মো. শাহিন (৪০) নামে এক ব্যক্তি। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ভোলার লালমোহন থানায় এ ঘটনা ঘটে।
Advertisement

শাহিন ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরপাতা গ্রামের মো. আলকাজ মিয়ার ছেলে। এলাকায় তিনি বখাটে, সন্ত্রাসী ও চাঁদাবাজ নামে পরিচিত।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, শুক্রবার শাহিন নামে ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় পা ও হাতে হালকা আহত হন।
Advertisement

কিন্তু সে এটাকে পুঁজি করে তার এক প্রতিপক্ষকে ফাঁসাতে ওইদিন সন্ধ্যায় লালমোহন থানায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করতে আসেন। বিষয়টি সন্দেহ হলে সঙ্গে সঙ্গেই ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনার সত্যতা পাওয়া যায়নি। তদন্তে আমরা নিশ্চিত হয়েছি শাহিন তার প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানী করতে নাটক সাজিয়েছেন।
Advertisement

তিনি আরও জানান, শাহিন নামে ওই ব্যক্তিকে সর্তক করা হয়। এ ছাড়াও ভবিষ্যতে এমন মিথ্যা অভিযোগ নিয়ে থানায় আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।



