ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সচিবালয় প্রতিনিধি,বুধবার , ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬ :
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ-সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন কয়েকশ শিক্ষার্থী।
Advertisement

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ৫৯ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢোকেন শিক্ষার্থীরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা।
Advertisement

এ বিষয়ে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, আমরা ছাত্রদের সাথে কথা বলতেছি। তাদের বুঝিয়ে বের করার চেষ্টা চলছে।
Advertisement

এদিকে, নিরাপত্তার জন্য সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি ফটকে পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় সচিবালয়ে প্রবেশ-বাহির বন্ধ রয়েছে।



