ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি বেল-রোনালদো

SHARE

Euro-BG20160706154134ঢাকা: ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়েলসের মুখোমুখি পর্তুগাল। হাইভোল্টেজ ম্যাচটি ছাপিয়ে রোনালদো-বেল দ্বৈরথ যে ফুটবলপ্রেমীদের দৃষ্টি কাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না! নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না অ্যারন রামসি, বেন ডেভিস ও উইলিয়াম কারভালহো।

বুধবার (৬ জুলাই) ফ্রান্সের লিঁওনে বেলের ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। প্রতিযোগিতামূলক ম্যাচে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দু’দল।

দলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ সদস্য মিডফিল্ডার রামসি ও ডিফেন্ডার ডেভিসকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ওয়েলসকে। দু’জনই টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এক ম্যাচে নিষেধাজ্ঞার আওতায় পড়েন। পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কারভালহোকেও দর্শক ভূমিকায় থাকতে হচ্ছে।

রামসির ‍অভাব মেটাতে পারেন ক্রিস্টাল প্যালেসের জনি উইলিয়ামস বা লিচেস্টার সিটির অ্যান্ডি কিং। ডেভিসের জায়গায় খেলবেন ফুলহাম জ্যাজ রিচার্ডস। আর কারভালহোর পজিশনে দানিলো পেরেইরার সম্ভাবনা রয়েছে।

এদিকে, পর্তুগিজ সেন্টার ব্যাক পেপের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উরুর সমস্যার কারণে দলের হয়ে সোমবারের (৪ জুলাই) অনুশীলন সেশন মিস করেন রিয়াল মাদ্রিদ তারকা। আন্দ্রে গোমেজও ফিটনেস সমস্যায় ভুগছেন। যদিও এখন অনেকটাই তা কাটিয়ে উঠেছেন ২২ বছর বয়সী এ উদীয়মান মিডফিল্ডার।

ইউরোর এবারের আসরে ক্রমেই ইতিহাস গড়ে যাচ্ছে ওয়েলস। আগের কোনো ইভেন্টেই তারা বাছাইপর্বের বাধাই পেরোতে পারেনি। অথচ, ২০১৬ আসরে তারাই কিনা এখন অন্যতম ‘ফেভারিট’। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে নামছে। অন্যদিকে, ইউরোতে সাতবারের প্রচেষ্টায় পঞ্চমবারের মতো সেমিতে মাঠে নামছে পর্তুগিজরা।

এ নিয়ে চতুর্থবারের মতো মুখোমুখি হচ্ছে ওয়েলস-পর্তুগাল। ২০০০ সালের জুনে প্রথম দেখায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল পর্তুগিজরা। এটা দু’দলের মধ্যকার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। আগের তিনটিই ছিল প্রীতি ম্যাচ।

ফার্নান্দো সান্তোসের অধীনে সবশেষ ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচেই অপরাজিত পর্তুগাল। জয় আটটিতে ও চারটি ম্যাচ ড্রয়ের মুখ দেখে। আট ম্যাচেই এক গোলের ব্যবধানে জয় পায় তারা। এবারের ইউরোতে তো এক ম্যাচেও নির্ধারিত নব্বই মিনিটে জিততে পারেননি রোনালাদো-নানি-সানচেজরা।

সে যাই হোক, ওয়েল-পর্তুগাল ম্যাচটি যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা অনুমিতই! কাউকেই ফেভারিট বলার সুযোগ নেই। দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো ও বেল একাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। শেষ হাসি কে হাসবেন? রোনালদো নাকি ওয়েলসকে ইতিহাসের আরেক চূড়ায় নিয়ে যাবেন বেল? গোটা ফুটবল বিশ্বই এমনই এক রোমাঞ্চকর ম্যাচ উপভোগের অপেক্ষায়।