‘স্মরণিকায় লিখলেই জিয়া প্রথম রাষ্ট্রপতি হয়ে যাবে না’

SHARE

2jimmiকোনো স্মরণিকায় লিখলেই জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি হয়ে যাবে না’ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (০১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ঢাবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ উল্লেখ করায় এমন মন্তব্য করেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নন। এটা ইতিহাস জানে। ঢাবির স্মরণিকায় এমনটি যারা লিখেছেন তাদের জ্ঞানের ব্যাপারে আমার সন্দেহ আছে। তারা অন্যায় করেছেন।’

এসময় আইনমন্ত্রী ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়িবহরে হামলারও নিন্দা জানান।

কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এসময় কসবা উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, এম জি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।