ঈদে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে

SHARE

eid-nirapottaঢাকা: ঈদে ফাঁকা রাজধানীতে যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধ করতে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

 

রোববার (২৬ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

বেনজীর আহমেদ বলেন, ঈদ উপলক্ষে ঢাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কেউ কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। আগে বিভিন্ন ধরনের অপকর্ম বেশি হলেও এখন তা অনেক কমে গেছে।

যারা ঢাকা বা দেশের বাইরে ঈদ উদযাপন করতে যাবেন এবং যারা থাকবেন সবাইকে সতর্ক থাক‍ার আহ্বান জানান তিনি।

র‌্যাবের ডিজি বলেন, রাজধানীতে র‌্যাবের নয়টি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া প্রতিটি বাস, রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনালে র‌্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে।

‘এর উদ্দেশ্য যাতে যাত্রীরা অগ্রিম টিকিট নিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন,’ যোগ করেন তিনি।

টিকিট কালোবাজারিদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, রোববার পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ঈদে মাওয়া ও আরিচা ফেরীঘাটেও যাত্রী হয়রানি বন্ধে ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।