সপ্তাহের শুরুতেই দরপতন

SHARE

DSE-CSE-logo_bangalnews2420160619192011ঢাকা: নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস বোরবার (১৯জুন) দেশের উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে। কমেছে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার উভয় বাজারে সূচক পতন হয়েছে।

তবে এর আগের দুই কার্যদিবস (মঙ্গল ও বুধবার) সূচকের উত্থান হয়েছে। তবে আগের টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়েছে।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৭টি কোম্পানির ৯ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৩৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ৩২১কোটি ৪৬ লাখ টাকার টাকা লেনদেন হয়েছে।

আগেরদিন লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ৫৮ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭.৪৯ পয়েন্টে কমে ৪ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ০.০৭ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক আগের দিনের চেয়ে ৪.৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১০.৭৯ পয়েন্টে কমে ৮ হাজার ২২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৮ কোটি ৫৪ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।