ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ৩০ মার্চ ২০২৪ : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক ভাঙ্গনের। তবে গুঞ্জন উড়িয়ে দোল উৎসবে একসাথে দেখা গেছে এ তারকা দম্পতিকে। এ সময় তাদের সাথে মেয়ে আরাধ্যাও ছিল।
Advertisement

বচ্চন পরিবারের দোল উদ্যাপন নয় বরং স্বামী অভিষেকের সঙ্গে আলাদা করে হলি খেলেন ঐশ্বরিয়া। মুম্বাইয়ে আয়োজিত একটা হলি পার্টিতে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। এ তারকা দম্পতিকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়।
Advertisement

মডেল জাহ্নবী দাবি করেন, অভিষেক নাকি তাকে গোপনে বিয়ে করেছিলেন। সে সময় ঐশ্বরিয়ার সঙ্গে তুমুল প্রেম চলছিল অভিষেকের। একে অন্যকে বিয়ের স্বপ্ন দেখছিলেন তারা। এমন সময় বিয়ের অভিযোগ তোলেন জাহ্নবী।
Advertisement

তবে আত্মহত্যার চেষ্টার কারণে জাহ্নবীকে পোহাতে হয়েছিল পুলিশি ঝামেলা। দিতে হয়েছিল মুচলেকাও। এরপরেই জামিন পান এই মডেল।



