ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ : মেডিকেল ভর্তি পরীক্ষায় হুমাইরা ইসলাম ছোয়া নামে এক শিক্ষার্থীর ওএমআর শিট ছিঁড়ে ফেলার অভিযোগ নিয়ে এতদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন অভিযুক্ত পরিদর্শক ডা. নাফিসা ইসলাম। অবশেষে সময় সংবাদের কাছে মুখ খুলেছেন তিনি। জানালেন সেদিনের আদ্যপান্ত!
Advertisement
কদিন ধরেই টক অব দ্য কান্ট্রি শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২৩ নম্বর রুম। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় সেদিন কী ঘটেছিল এ হলে?
Advertisement
Advertisement
১০টা বাজলেই রুম আটকে দেয়া হয়। কতজন এসেছিলেন, সেটা গণনা করা হয়। সবকিছু হল সুপার করেন। সেখানে ১০৬ জন পরীক্ষার্থী ছিল। দুজন অনুপস্থিত ছিল। পরীক্ষা শেষে বাকিদের খাতা গণনা করে নেয়া হয়েছে। পরীক্ষায় কোনো ডিভাইস পাওয়া বা এরকম কিছু হলে হল সুপার এ বিষয়ে সাধারণত নিয়ন্ত্রণ কক্ষকে জানান। কিন্তু আমার রুমে এরকম কোনো ডিভাইস পাওয়া তো দূরের কথা, এ রকম কোনো ঘটনাই ঘটেনি। সুন্দর মতো পরীক্ষা হওয়ার পর আমরা বের হয়ে আসি।
Advertisement
এটা আসলে আমার দুর্ভাগ্য যে, আমাকে তারা যে নম্বরে ফোন করেছেন, পরিদর্শকের তালিকায় আমার যে নম্বর ছিল, সেটা ভুল ছিল। ভুল ছিল, কারণ সেটা তাদের টাইপিং মিসটেক ছিল। এ বিষয়ে আমার হল সুপারের সঙ্গে কথা হয়েছে। তারাও প্রথমে আমাকে ফোন করে পাননি। পরে তাদের সঙ্গে যোগাযোগ হয়। এছাড়া আমি নিয়মিত হাসপাতালেও যাচ্ছি। কিন্তু হাসপাতালে আমাকে যে বিভাগে খোঁজা হয়, আমি সেই বিভাগে ছিলাম না। আমার প্লেসমেন্ট ছিল অন্য জায়গায়। আর বুধবার পর্যন্ত আমার ফেসবুক অ্যাকটিভ ছিল। কিন্তু বৃহস্পতিবার বাসায় এসে দেখি, আমার নামটা সরাসরি চলে এসেছে। তখন আমি ভাবলাম যে, আমার নামটা যেহেতু পয়েন্ট আউট হয়ে গেছে, আমার সন্দেহ হয়েছিল যে আমার নামে কিছু ছড়াতে পারে, সেজন্য বৃহস্পতিবার সন্ধ্যায় আমি ফেসবুক ডিঅ্যাকটিভেট করি।
Advertisement
