অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শেষ আটের সময়সূচী

SHARE

5194নানান ঘটন-অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব। সবাইকে অবাক করে কোয়ার্টার ফাইনালে জায়্গা করে নিয়েছে নেপাল ও নামিবিয়া। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের খেলার একটি রান আউট নিয়েও হচ্ছে তুমুল বিতর্ক।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে টানা তিন জয়ে গ্রুপ `এ` থেকে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ খেলবে চলতি টুর্নামেন্টের চমক জাগানো দল নেপালের বিপক্ষে। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে শেষ আটের টিকেট নিশ্চিত করেছে নেপাল।

অন্যদিকে গ্রুপ `ডি` এর চ্যাম্পিয়ন ভারত কোয়ার্টার ফাইনালে খেলবে চলতি টুর্নামেন্টের আরেক চমক জাগানো দল নামিবিয়ার বিপক্ষে। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘এ’ তে থাকা আফ্রিকান দেশটি বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে শীর্ষ আটে জায়গা করে নিয়েছে। এদিকে মূল পর্বের খেলা চলার পাশাপাশি চলবে প্লেট পর্বের খেলাও।

মূল পর্ব
৫ ফেব্রুয়ারি (শুক্রবার, সকাল ৯টা)- বাংলাদেশ বনাম নেপাল (শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর)
৬ ফেব্রুয়ারি (শনিবার, সকাল ৯টা)- ভারত বনাম নামিবিয়া (খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা)
৭ ফেব্রুয়ারি (রোববার, সকাল ৯টা)- ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর)
৮ ফেব্রুয়ারি (সোমবার, সকাল ৯টা)- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা)

প্লেট পর্ব
৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার, সকাল ৯টা)- দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার)
৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার, সকাল ৯টা)- নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেমি মাঠ, কক্সবাজার)
৫ ফেব্রুয়ারি (শুক্রবার, সকাল ৯টা)- আফগানিস্তান বনাম ফিজি (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার)
৫ ফেব্রুয়ারি (শুক্রবার, সকাল ৯টা)- কানাডা বনাম জিম্বাবুয়ে (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেমি মাঠ, কক্সবাজার)