ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি ,মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ : নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আর অভিনেতা আব্দুন নূর সজলের একটি ভিডিও। আমেরিকায় এ দুই তারকার অবকাশ যাপনের ভিডিও মনে ধরেছে নেটিজেনদের।
Advertisement

নয় মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, আমেরিকায় বেশ ভালোই সময় কাটিয়েছেন এ দুই সেলিব্রেটি।
আমেরিকায় নানান খুনসুটির পরও বন্ধুত্বের ওই ভিডিও সজল তার ফেসবুকে শেয়ার করেন। সজলের ফেসবুক পোস্ট দেখে ঠিক একদিন পর নিজের ফেসবুক পেজেও ওই ভিডিওটি শেয়ার করেন তিশা।
এরপরই এ ভিডিও শেয়ার শুরু করেন নেটিজেনরা। সজল-তিশার এমন ভিডিওতে নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চার।
Advertisement

অনেক নেটিজেনই তাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শুরু করেন কথা বলা। এক নেটিজেন তাদের বলেছেন ‘পারফেক্ট জুটি’। আগামী দিনের শুভ কামনাও জানিয়েছেন অনেকে।
সজল-তিশার এমন ভিডিওতে নাম চলে এসেছে ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের নাম। একজন লিখেছেন, নতুন কিছু শুনবো আশা করি।
Advertisement

আরেকজন লিখেছেন, ফারহান শেষ, সজল শুরু। সেলিব্রেটিদের বিয়ের মৌসুম চলায় অনেক নেটিজেনই এ দুই তারকার বিয়ের খবরও জানতে চেয়েছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি সজল ও তিশা।

আমেরিকায় সজল-তিশার অবকাশ যাপনের ভিডিও মনে ধরেছে নেটিজেনদের। ছবি: সংগৃহীত


