শাহবাগে হচ্ছে আন্ডারপাস

SHARE

5145রাজধানীর শাহবাগে পথচারীদের রাস্তা পারাপারের দুর্ভোগ লাঘবে এবং দুর্ঘটনা রোধে দু’টি আন্ডারপাস (পাতালপথ) নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এর কাজ দ্রুত শুরুর তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, দুর্ঘটনা রোধে শাহবাগে দু’টি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বারডেমের দিকে এবং অপরটি বিএসএমএমইউ থেকে জাতীয় জাদুঘরের দিকে নির্মিত হবে।

এদিকে মঙ্গলবারের একনেক সভায় তিতাস গ্যাসফিল্ডের নিয়ন্ত্রণ, মূল্যায়ণ ও উন্নয়নসহ মোট ৯টি প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয় এই সভায়। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৮শ ৫৮ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য দুই হাজার ২০৭ কোটি ৪৫ লাখ ও বাকি টাকা সরকারি খাত থেকে দেয়া হবে।