দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না: প্রধানমন্ত্রী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ : দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। আবারও সেই আগুনে পোড়ানো খেলা শুরু হয়েছে। যারা আগুন দিবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সভায় এসব কথা বলেন তিনি।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, দেশ অস্থিতিশীল করার জন্য পোশাক শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে। বিএনপি-জামায়াত তো গণতন্ত্র বিশ্বাস করে না। এদের প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিছু নেই।

তিনি বলেন, আমাদের সরকারকে উৎখাত করবে, পদত্যাগ করতে হবে। কি কারণে, আমরা তো বিএনপির উপর গ্রেনেড নিক্ষেপ করিনি। আমরা মানুষ মেরে উল্লাস করে আন্দোলন করিনি।

Advertisement

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি আগুন দিয়ে মানুষ হত্যা করবে। পুলিশকে ফেলে দিয়ে কি নির্মমভাবে হত্যা করেছে। হাসপাতালের ভিতরে ঢুকে পুলিশকে পিটানো, হাসপাতাল পোড়ানো। যারা এভাবে মানুষের উপর হামলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা মানুষকে বিনা মূল্যে ঘর দিচ্ছি। মানুষের ঘরে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করছি।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, অনেক জরিপে দেখা গেছে দেশের ৭০ শতাংশ মানুষের আওয়ামী লীগের উপর আস্থা আছে।