সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৬৩

SHARE

3077সিরিয়ার পূর্বাঞ্চলের একটি শহরে রুশ বিমান হামলায় ৯ শিশুসহ কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির দেইর-আল-জউর প্রদেশের খাশাম জেলায় শনিবার ওই বিমান হামলার ঘটনা ঘটেছে। এছাড়া গত ৪৮ ঘণ্টায় আরো দুটি শহরে রুশ বিমান থেকে সিরিজ হামলা হয়েছে। এতে বহু হতাহত হয়েছে।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সিরীয় সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়ে আসছে রাশিয়া। গত মার্চ থেকে সরকারি বাহিনীর কাছ থেকে ওই শহরটির দখল নেয় আইএস।  তখন থেকেই সরকারি বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গত দুই দিনে আইএসের রাজধানী রাক্কায় যুদ্ধবিমান থেকে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। এতে ৪৪ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে।