ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট থেকে গয়েশ্বরের নামে চাঁদাবাজি

SHARE
2019বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, তার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে দেশে-বিদেশে চাঁদাবাজি করা হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র তার নামে পৃথক ফেসবুক ব্যবহার করে আসছে।
শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, জাপান-বৃটেনসহ বিভিন্ন দেশে তার জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে।
গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন, তাকে প্রযুক্তিতে  বিভ্রান্ত, বিভিন্নভাবে হেয় করা এবং আপত্তিকর কোন ঘটনা ঘটিয়ে তাকে বিপদে ফেলতে পারে ওই চক্রটি। বিষয়টি নিয়ে গত ২০ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশা করেন।
গয়েশ্বর জানান, মোবাইল ফোনেও তার নামে টাকা দাবি করা হচ্ছে। ফোন করে টাকা চাওয়ার সময় নিজেকে গয়েশ্বর হিসেবে দাবি করা হয়।