২০০ গ্রামের বেশি স্বর্ণ আনা যাবে না

SHARE

1980বাংলাদেশে আসার সময় ব্যক্তি পর্যায়ে স্বর্ণ বা রূপার অলঙ্কার ও বার আনার নির্দেশনায় পরিবর্তন আনলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ‘ব্যাগেজ রুলস’ অনুযায়ীই কোনো ব্যক্তি বাংলাদেশে আসার সময় সর্বোচ্চ ২০০ গ্রাম স্বর্ণ বা রূপার অলঙ্কার ও বার আনতে পারবেন।

এর আগে ‘ব্যাগেজ রুলস’ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের বিশেষ আদেশে সর্বোচ্চ দুই কেজি স্বর্ণ বা রূপার বার আনা যেতো। ১৯৯৬ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ওই বিশেষ আদেশ জারি করে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ নতুন নিয়মের প্রজ্ঞাপন জারি করেছে। এতে ১৯৯৬ সালের ওই আদেশ বাতিলও করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশে আগত একজন যাত্রী করমুক্ত অবস্থায় ১০০ গ্রাম স্বর্ণ বা রূপার অলঙ্কার আনতে পারবেন। ১০০ গ্রামের বেশি আনতে কর লাগবে; তবে ২০০ গ্রামের বেশি আনতে পারবেন না।

স্বর্ণ বা রূপার বার আনলে ১০০ গ্রামেও কর দিতে হবে; ২০০ গ্রামের বেশি আনা যাবে না। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।

নতুন আইনে কোনো ব্যক্তি নির্ধারিত সীমার বেশি স্বর্ণ বা রূপা আনলে তা অবৈধ হবে। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে যেকোনো পরিমাণ স্বর্ণ বা রূপা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আমদানি করা যাবে।