‘ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,শনিবার, ২৪ জুন ২০২৩ : ভুল চিকিৎসায়’ ইডেন কলেজের প্রয়াত শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানা জট।
Advertisement

ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার অধীনে তার স্ত্রী আঁখিকে ভর্তি করালেও ওই চিকিৎসকের দাবি করে আসছেন যে তিনই এই বিষয়ে কিছুই জানেন না। কারণ, তিনি তখন দেশের বাইরে ছিলেন। এ বিষয়ে ডা. মুনা ও ডা. শাহজাদির কল রেকর্ড গণমাধ্যমকে শোনায়।
Advertisement

শনিবার (২৪ জুন) সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা কল রেকর্ড শোনান। যেটাতে স্পষ্ট যে, ডা. মুনা আঁখিকে ভর্তির প্রক্রিয়ার সময় থাকলেও তিনি ভেবে নেন যে সিনিয়র ডা. শাহজাদি গাইনি বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহা ম্যাডাম যে নেই সে বিষয়ে কথা বলবেন।
Advertisement

আবার ডা. মুনা দেখার পরে ডা. শাহজাদি রোগীকে গাইনি রুমে নিয়ে যান। তাই তিনি ভাবেন যে ডা. মুনা বলেছেন যে গাইনি বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহা ম্যাডাম নেই। যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়।


