গাজীপুরের নির্বাচন দেখে সাহস পেয়েছি : হিরো আলম (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার, ০৫ জুন ২০২৩ : সদ্যপ্রয়াত চিত্রনায়ক ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে প্রার্থী হবেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

আজ সোমবার বিকেলে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন তিনি। এ সময় তিনি সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ওরফে নায়ক ফারুকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান বলে গণমাধ্যমকে জানান।

 

হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজগুলো আমি করতে চাই। আমি যেহেতু মিডিয়াকে ভালোবাসি তাই ফারুক ভাইয়ের অসমাপ্ত একটি কাজও যদি আমি করতে পারি তাহলে কিছুটা ধন্য হবো। সবকিছু মিলিয়ে ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে চাই আমি।’

Advertisement

ঢাকা-১৭ আসন গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে এই এলাকা পরিচিত। ভোটারদের কাছে পৌঁছানোর বিষয়ে হিরো আলম বলেন, ‘গাজীপুরের নির্বাচন দেখে আমি সাহস পেয়েছি। এই নির্বাচন সুষ্ঠু হবে। যে কারণে এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমি মনে করি আমার সততা দেখে মানুষ ভোট দিবে।’

Advertisement

এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। দুটি আসনেই হেরে যান তিনি। এর মধ্যে বগুড়া-৪ আসনে তার প্রতীক ছিল একতারা। এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করলেও বগুড়া-৬ আসনে জামানত হারান তিনি।