ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),হবিগঞ্জ প্রতিনিধি,বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ : হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে মানহানিকর টিকটক ভিডিও বানানোর অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।
Advertisement

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে বানিয়াচং থানা পুলিশ উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।
Advertisement

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার দেব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও সাগর দিঘির পশ্চিমপাড়ার এক কিশোরকে (১৬) আটক করা হয়েছে।
Advertisement

ওসি আরও জানান, আটক দুই জন দেশের তারকা ব্যক্তিদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে। সম্প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
Advertisement

এ ঘটনায় মঙ্গলবার রাতে বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজার থেকে তাদের আটক করা হয়েছে। আটক করে তাদের বানিয়াচং থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Advertisement



