বিয়ের আসরে কনের ঘুম, ভিডিও ভাইরাল

SHARE

https://youtu.be/V0WYse5ZY58

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ : বিয়ের আসরেই ঘুমে ঢলে পড়লেন কনে। রাতভর বিয়ের আচার-অনুষ্ঠান, রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেন একটু আরাম খুঁজছিলেন তিনি। কিন্তু আচার-অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেহাই নেই। অগত্যা ক্লান্ত চোখে বিয়ের আসনে বসেই ঝিমোতে দেখা গেল কনেকে।

Advertisement

বুধবার (১৯ এপ্রিল) ভারতের আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে চলাকালীন ঘুমিয়ে পড়লেন তরুণী। কনেরই এক বন্ধু তার অগোচরে ভিডিওটি তুলে নিছক মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছেন। তবে সেই ভিডিওটি এখন ভাইরাল।

Advertisement

‘ওয়েডিং ওয়ার্ল্ড’ নামে একটি ইনস্টাগ্রাম পেইজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ঘুম আমার কাছে এতই প্রিয় যে বিয়ের দিনেও আমি এরই মতো ঘুমিয়ে পড়তে পারি।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ কনের পরিস্থিতি বুঝে তাকে সমবেদনা জানিয়েছেন।

Advertisement

একজন লিখেছেন, ‘আমার বিয়েও ভোর পর্যন্ত চলেছিল, তোমার মতো হাল হয়েছিল আমারও।’

Advertisement

কেউ কেউ আমার ভিডিওর নিচে মজাও করেছেন। একজন লিখেছেন, ‘পরের রাতটা জেগেই কাটাতে হবে, তাই এখন থেকেই ঘুমটা সেরে নিচ্ছেন কনে।’