প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন সেই আইনজীবী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ : ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। এর আগে অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মামলার প্রস্তুতির বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন সেই আইনজীবী।

Advertisement

জয়নাল আবেদীন মাযহারী বলেন, ‘প্রভা যে ভুল করেছেন, সেটি তিনি প্রত্যক্ষ-পরোক্ষভাবে বুঝিয়েছেন। তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? লিগ্যাল নোটিশ পাঠানোর পর তার কাছে পজিটিভ কিছু আশা করেছিলাম। কিন্তু তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাইনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি সোসাইটিকে তার কাছে ক্ষমা চাইতে বলছেন। এ কারণে আমি ধরে নিচ্ছি, তিনি আমার লিগ্যাল নোটিশের ব্যাপারে পরোক্ষভাবে বক্তব্য দিয়েছেন। সার্বিক বিষয় বিবেচনা করেই মামলার প্রস্তুতি নিচ্ছি।’

Advertisement

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এখানে অনেক কিছু হিসেব-নিকেশ করে চলতে হয়। একজন মানুষের এতটা বেপরোয়া হওয়া উচিত না। বিষয়টি এস্পার-ওস্পার না হওয়া পর্যন্ত আমি মামলাটি চালিয়ে যাব।’

আইনজীবীর ভাষ্য, ‘স্ক্যান্ডাল নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি নোটিশে স্পষ্টভাবে বলেছি, যারা পাবলিক ফিগার নানান সময় তাদের অনেক কিছু ভাইরাল হয়। অনেকের নামে মিথ্যাভাবেও ছড়ায়, এমন উদাহরণও আছে। তার (প্রভা) স্বীকারোক্তি দেওয়ার আগ পর্যন্ত বিষয়টিকে আমি তেমনই ধরে নিয়েছিলাম।

Advertisement

কিন্তু তিনি স্বীকারোক্তি দিয়ে যখন সেই ঘটনার (স্ক্যান্ডাল) দায়ভার অন্যের ওপর চাপানোর চেষ্টা করল, তখন আমি বিষয়টিকে সত্যি হিসেবে ধরে নিয়েছি। তিনি সেই পুরনো ঘটনাটিকে বিভিন্ন রঙ মাখিয়ে আর্টিফিশিয়ালি উপস্থাপন করে মানুষকে আবার উস্কানি দিয়েছেন। তার তো প্রয়োজন নেই এত বছর আগের ঘটনা নিয়ে এখন বিবৃতি দেওয়া।’

তিনি যোগ করেন, ‘যেটা হয়েছে, সেটা আমরা ভুলে গিয়েছি। সত্য হোক, মিথ্যা হোক- জনগণ সেটা ভুলে গেছে। তার (প্রভা) কি এমন দায় পড়লো যে, এখন আবার বিষয়টি নিয়ে উস্কানি দিলেন? এরপর আবার তিনি স্বীকারোক্তি দিচ্ছেন, আমার কোনো ভুল ছিলো না। আমি একজনকে বিশ্বাস করেছিলাম। সে অসৎ উদ্দেশে সেটি প্রকাশ করেছে। কিন্তু একটি মুসলিম প্রধান দেশে তিনি যে কাজ করেছেন (বিয়ের আগে শারীরিক সম্পর্ক), সেটি নিয়ে তার বক্তব্য থাকলো না কেন- আমার কথাটা মূলত এই জায়গায়। এখন পর্যন্ত তিনি বিষয়টি নিয়ে দ্বিধাহীনভাবে বলছেন, সোসাইটিকে তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার ইস্যুতে তিনি মূলত ধর্মীয় একটি রুলসকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছেন। বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে তিনি পরোক্ষভাবে জায়েজ প্রমাণ করার চেষ্টা করছেন।’

Advertisement

প্রসঙ্গত, অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী কুমিল্লা শহরের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন। গত ২৩ মার্চ ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে এডিসহ (প্রাপ্তিস্বীকার) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশটি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, প্রযত্নে আহসান হাবীব নাসিম, অভিনয়শিল্পী সংঘ কার্যালয় ১০/এ, ব্লক-এ, রোড নম্বর ২, নিকেতন, গুলশান-১, ঢাকা- এই ঠিকানায় পাঠানো হয়েছে।

Advertisement