ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ০১ এপ্রিল ২০২৩ : বেশ কয়েক বছর ধরেই চোখের সমস্যায় ভুগছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। গত ২৪ মার্চ রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তিনি। সেখানে গত শুক্রবার (৩১ মার্চ) তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে সুস্থ আছেন তিনি।
Advertisement

সোশ্যাল মিডিয়ায় ডিপজলের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তার ছেলে। ডিপজলের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি।
Advertisement

লাইভের ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার দোয়া চাই।’
Advertisement

জানা গেছে, অপারেশনের পাশাপাশি শারীরিক অন্যান্য চেকআপও করাবেন ডিপজল। চেকআপ শেষে আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে এ অভিনেতার।
Advertisement

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।


