প্যারিস হামলা : আইএসের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে সর্বসম্মতি

SHARE

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসলামিক স্টেটকে দমনে ফ্রান্সের আনা একটি প্রস্তাব 4সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।
এতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে সিরিয়া ও ইরাকে আইএসের শক্ত ঘাঁটিগুলো ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কয়েক গুন বাড়ানোর কথা বলা হয়েছে এবং এ জন্য যা যা করা প্রয়োজন তা করার কথা বলা হয়েছে।
গত সপ্তাহে প্যারিসে প্রাণঘাতী হামলার পর ফ্রান্স এই প্রস্তাবের খসড়াটি প্রণয়ন করে। আইএস ওই হামলার দায়দায়িত্ব স্বীকার করে। সূত্র : বিবিসি বাংলা