https://youtu.be/wAD2-6ncE7g
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),লাইফস্টাইল প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ : অনেকেই মনে করেন সকালে খালি পেটে থাকলে নানান সমস্যা ঘিরে ধরে৷ খালি পেটে থাকলে বেশ কয়েক রকমের শরীর খারাপ হতে পারে। এমনও শুনতে পাওয়া যায়, সকালে খালি পেটে থাকলে অ্যাসিডিটি, পেট ব্যথা, গা বমিবমি ভাব, ব্লাড সুগারের সমস্যা দেখা দেয়।
Advertisement

অনেকে আছেন, যারা ক্ষুধা থেকে মুক্তি পেতে, এমন খাবার খান যাতে শরীরের ক্ষতি হতে পারে। এমন খাবার খালি পেটে একদমই খাওয়া উচিত নয়। যেমন- সকালে খালি পেটে কখনই মদ্যপান করা উচিত নয়,

এতে শরীর আরও খারাপ হয়ে যায়। সারা শরীরে মদ ছড়িয়ে পড়লে, পালস রেট কমে যায়। এর ফলে কিডনি, ফুসফুস ও যকৃতে সমস্যা দেখা দেয়। তাই মনে রাখতে হবে কখনই খালি পেটে মদ্যপান করা যাবে না।
Advertisement

খালি পেটে শপিং বা বাজার করা উচিত নয়। অনেকসময় খেয়াল না করে, খালি পেটে কেনাকাটা করতে চলে যায়,

ফলে খালি পেটে থাকায় অনেকসময় অসুস্থ হয়ে পড়ে। তাই চেষ্টা করতে হবে খালি পেটে কোনোভাবেই শপিংয়ে না যাওয়া।
Advertisement

অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে কফি পান করেন। এটা একদমই ঠিক নয়।

এতে মারাত্মক ক্ষতি হতে পারে। খালি পেটে চা বা কফি খেলে অ্যাসিডিটির সমস্যা হয়।
Advertisement

অনেকেই খালি পেটে চুইংগাম চিবিয়ে থাকেন। এই স্বভাবও বদলাতে হবে। কেননা খালি পেটে চুইংগাম চেবালে শরীরে ডাইজেস্টিভ অ্যাসিড প্রস্তুত হয়।

ফলে শরীরে আলসারসহ একাধিক বড় বড় সমস্যা হতে পারে। তাই খালি পেটে চুইংগাম চিবানো থেকে বিরত থাকতে হবে।



