ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪,কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ : রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। বাংলাদেশের বন্দরে রাশিয়ান জাহাজ প্রবেশে বাধা দেওয়ায় আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূতকে তলব করা হয়। চলতি মাসের শুরুতে কয়েক ডজন রুশ পতাকাবাহী জাহাজকে নিজেদের আঞ্চলিক জলমীসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ।

ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার মালিকানাধীন বেশিরভাগ জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
এমনকি নিষেধাজ্ঞাগুলো সবাইকে মেনে চলার জন্য নির্দেশ দেয় পশ্চিমারা। এরপরেই নিজেদের জলসীমায় জাহাজগুলো প্রবেশ করতে বাধা দেয় বাংলাদেশ। 
Advertisement
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোয় নিযুক্ত বাংলাদেশি দূতকে জাহাজ ইস্যুতে তলব করা হয়। তাদের পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানানো হয়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম।
Advertisement

২০২৪ সালে বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার কথা রয়েছে। তবে, পশ্চিমা নিষেধাজ্ঞায় পারমাণবিক কেন্দ্রটির অনেক যন্ত্রাংশ বাংলাদেশে পৌঁছাচ্ছে না। এর মূলে রয়েছে রুশ পতাকাবাহী জাহাজ। যন্ত্রাংশ নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজে পাঠাতে মস্কোকে অনুরোধ করেছে বাংলাদেশ।



