https://youtu.be/LVjR56-esj8
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া ও গাইবান্ধা প্রতিনিধি, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ : দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পণ্য নিয়ে গন্তব্যে না পৌঁছে উধাও হওয়া ট্রাক ২১ দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক, মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া ও গাইবান্ধায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Advertisement
আটক ব্যক্তিরা হলেন ট্রাকচালক আনিছার মণ্ডল (৩৫), ট্রাকমালিক আল ইমরান (৩৬), ভুট্টা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৮)।
ট্রাকমালিক ও চালকের বাড়ি বগুড়ার শিবগঞ্জে এবং সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
Advertisement
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, গত ২৫ জানুয়ারী রানা ট্রেডার্স এর মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যাক্তির সাড়ে ১৫ টন ভুট্টা হিলি স্থলবন্দর থেকে লোড নেয় ওই ট্রাক চালক আনিছার। ঢাকা আন্তজেলা ট্রান্সপোর্ট এর মাধ্যমে ভুট্টাগুলো নিয়ে সাভারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল ট্রাকটির। কিন্তু গন্তব্যে না পৌঁছে সেই ভুট্টাগুলি নিয়ে লাপাত্তা হয় ট্রাকটি। বিষয়টি আমাদের নিকট জানালে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকচালক ও মালিককে সনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাক উদ্ধারসহ ট্রাকের মালিক ও চালককে আটক করি। তাদের দেওয়া স্বিকারোক্তি মোতাবেক উধাও হওয়া ৭হাজার ৮শ কেজি ভুট্টা উদ্ধারসহ ক্রেতাকে আটক করি। তারা ভুয়া নাম্বার প্লেট লাগিয়ে বন্দর থেকে ভুট্টা লোড করে নিয়ে বাহিরে সেই নাম্বার প্লেট খুলে ফেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বাকি মালপত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।