ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ : সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এবারের নির্বাচন নিয়ে আর প্রহসন করতে দেবে না। এবার নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। বিএনপি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে আজ নেতারা, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Advertisement

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবীতে বিএনপির সমাবেশ। সদ্য কারামুক্ত নেতারাও যোগ দেন এতে। চলমান আন্দোলন গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা।
Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ, স্বাধীনতার ৫০ বছর পরেও গণতন্ত্রের দাবিতে পথে নামতে হচ্ছে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।
কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।


