নাটকীয়তার পর আবারও রাজ-পরী এক ছাদের নিচে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ : তারকা দম্পতি রাজ-পরী বিচ্ছেদের পথেই হাঁটছেন বলে ঘোষণা দিয়েছিলেন। স্বামীর বিরুদ্ধে পরীমণি শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। রাজও জানিয়ে দেন, তিনিও পরীমণির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন। বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে, ডিভোর্স যেন শুধুই আনুষ্ঠানিকতা।

ADVERTISEMENT

নতুন খবর হলো, রাজ-পরী এখন একই ছাদের নিচে আছেন৷ শুধু তাই নয়, তাদের সম্পর্কটাও মধুর। সন্তান রাজ্যকে নিয়ে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি। তাদের এই সুখের মুহুর্তগুলো ভিডিও কলে শেয়ার করেছেন তাদের সহকর্মীদের সঙ্গে। সেগুলোর স্কিনশট সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে।

ADVERTISEMENT

https://youtu.be/jbVaT4WimW0