কৃষকের বাড়ি বাড়ি যাচ্ছে ভ্রাম্যমাণ ধান সিদ্ধের যন্ত্র (ভিডিও)

SHARE
কৃষকের বাড়ি বাড়ি যাচ্ছে ভ্রাম্যমাণ ধান সিদ্ধের যন্ত্র

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ : বাড়িতে বাড়িতে যাচ্ছে ধান সিদ্ধর যন্ত্র। টাকার বিনিময়ে ধান সিদ্ধ করে আবার যায় নতুন গন্তব্যে। এমনই একটি যন্ত্র উদ্ভাবন করেছেন গাজীপুরের জাকারিয়া ইসলাম।

তিন চাকার যন্ত্রের এক পাত্রে দেয়া হচ্ছে ধান। এরপর অপর পাত্রে পানি ঢেলে নিচে দিয়ে দেয়া হচ্ছে তাপ। সেই তাপে পানি বাষ্প রূপ নিয়ে যাচ্ছে ধানের পাত্রে। মুহূর্তেই সিদ্ধ হচ্ছে সেসব ধান।
ভ্রাম্যমাণ এই যন্ত্রে ধান সিদ্ধ করে খুশি কৃষকরা। তারা বলছেন, এতে শুধু পরিশ্রম কমেনি, কমেছে খরচও। কৃষক বলেন, পাতিলের চেয়ে মেশিনে খরচ কম আর সুবিধাও বেশি।

আধা ঘণ্টার কম সময়ে ৬ মন ধান সিদ্ধ করার এই অভিনব যন্ত্রটি আসেনি বিদেশ থেকে। এটি উদ্ভাবন করেছেন গাজীপুরের মাওনার গ্যারেজ মিস্ত্রী জাকারিয়া।

জাকারিয়া ইসলাম জানান, ২০১৮ সাল থেকে চেষ্টা করে অবশেষে সফলতা মিলেছে এ বছর। পরীক্ষা নিরীক্ষা শেষে নিজের উদ্ভাবিত যন্ত্র ভাড়া খাটাচ্ছেন কৃষকের বাড়িতে বাড়িতে।

তিনি আরও জানান, ইতোমধ্যে বগুড়া, ঠাকুরগাঁও ও কুমিল্লাতে বিক্রি করেছেন ৫টি মেশিন।