বিচারকের সই-সিল জালিয়াতি, উপজেলা ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

SHARE

ইশতিয়াক আহমেদ বাপ্পি। ফাইল ফটো

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ : ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সই ও সিল জালিয়াতি করে মোটরসাইকেল কেনাবেচার মামলায় ইশতিয়াক আহমেদ বাপ্পি (২৯) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১২ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। ইশতিয়াক আহমেদ বাপ্পি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে বলেন, ‘বিষয়টি শুনেছি। বাপ্পি যদি অপরাধী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের কাগজপত্র জালিয়াতি করে মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে এক আইনজীবী মামলা করেন। সেই মামলার পাঁচ নাম্বার আসামি বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’