ইউক্রেনে নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলছে রুশ বাহিনী!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ : ইউক্রেনে আরও সৈন্য মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। সেই সঙ্গে দেশটিতে অধিক হারে বিশেষ ধরনের গাড়ি পাঠাতে যাচ্ছে তারা। বলা হচ্ছে, সেসব গাড়ি ভ্রাম্যমাণ শ্মশান হিসেবে ব্যবহৃত হবে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ইউক্রেনে এ ধরনের কিছু ট্রাক নিয়ে ঢুকেছে রাশিয়ার সৈন্যরা। সেসব গাড়ির ভেতরে বিশেষ ধরনের চুল্লি বসানো রয়েছে। নিজেদের কেউ নিহত হলে তাতে তাদের পুড়িয়ে ফেলছে রুশ বাহিনী।

এমনকি শোনা যাচ্ছে, নিহত ইউক্রেনীয়দের সেভাবে ভ্যানিশ করছে তারা। হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করতে এই পথ বেছে নিয়েছে রাশিয়া।

সম্প্রতি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরই বিষয়টি চাউর হয়।

তাতে দেখা যায় একটি ট্রাক। এর ভেতরে নিমিষে মরদেহ পুড়িয়ে ফেলা যায়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব বেন ওয়ালেস দ্য টেলিগ্রাফকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রাশিয়া এই প্রথম এসব যান পাঠাচ্ছে না। অতীতেও যুদ্ধে সেগুলো পাঠিয়েছে তারা।

বেন ওয়ালেস উল্লেখ করেন, এই কর্মকাণ্ডের যথেষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে।

তথ্যসূত্র: দ্য ফক্স নিউজ/রিপাবলিকান ওয়ার্ল্ড/দ্য টেলিগ্রাফ