ব্যতিক্রমধর্মী সচেতনতায় ববি শিক্ষার্থী ইয়াসিন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ,মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ : পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের জন্য ব্যতিক্রমধর্মী সচেতনতায় কাজ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থী ইয়াসিন আলম।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।


বিশ্ববিদ্যালয়ের প্রতিনিয়ত সাত-আট হাজার শিক্ষার্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমাগম থাকলেও নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যেখানে সেখানে টিস্যু, চিপসের প্যাকেটসহ নানা ময়লা আবর্জনা ফেলছেন সংশ্লিষ্টরা। ক্যাম্পাস হচ্ছে নোংরা। সেই সঙ্গে হারাচ্ছে সৌন্দর্য।

ময়লা আবর্জনা অপসারণ ও রিসাইকেলিং করার ক্ষেত্রেও অনেকটাই উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের নির্ধারিত স্থান ছাড়া বাকি জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ঝোপঝাড়ে পরিণত হয়েছে। ফলে প্রতিবাদ ও সচেতনার অংশ হিসেবে ব্যতিক্রমধর্মী প্রচারণায় নেমেছেন ইয়াসিন আলম।
বিষয়টি অনেক কার্যকর বলেও লক্ষ্য করেছে সময় নিউজ। তার এ অবস্থানের ফলে অনেকেই ময়লা আবর্জনা নির্ধারিত ঝুড়িতে ফেলে যাচ্ছেন।

এ বিষয়ে ইয়াসিন আলম বলেন, ক্যাম্পাসে যে যেখানে পারছে নোংরা করে যাচ্ছে। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় সমস্যাটি বেশি হচ্ছে। এতবড় ক্যাম্পাসে ভবনগুলোর বাইরে ময়লা ফেলার ঝুড়ি মাত্র একটি। কর্মচারীরাও ময়লাগুলো পরিষ্কার করে সেই ক্যাম্পাসেই ফেলছেন।