কণ্ঠশিল্পী শারমিনকে বাঁচাতে বাবার আকুতি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার, ২২ নভেম্বর ২০২১ : সঙ্গীত বিষয়ক একটি রিয়েলেটি শো-এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন শারমিন আক্তার। আজ তিনি নিস্তেজ হয়ে পড়ে রয়েছেন হাসপাতালের বিছানায়। থাইরয়েডের সমস্যা থেকে শারমিনের শরীরে বাসা বেঁধেছে নানা জটিলতা। ক্রমশ তার অবস্থা শঙ্কটাপন্ন হচ্ছে বলে জানা গেছে।

তিনি ফোক গানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। আরটিভির নিয়মিত আয়োজন ফোক স্টেশনের জন্য ৬টি গান গেয়েছেন। তার মধ্যে ‘আমি সাজাবো তোমারে’ গানটির ভিউ হয়েছে প্রায় দুই কোটি। কণ্ঠশিল্পী শারমিনের এমন সময়ে আর্থিক ভাবে পাশে থাকবেন বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) সিইও সৈয়দ আশিকুর রহমান। তারপক্ষ থেকে নিয়মিত খোঁজ খবর রাখছেন এবং আশ্বাস দিয়েছেন শারমিনের বাবাকে

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে বিষয়টি নিশ্চিত করে শারমিনের বাবা বাউল শিল্পী হুমায়ুন কবির বলেন, জীবনে কিছু চাইনি। শুধু চেয়েছি আমার ‘মা’ গানের মধ্যে বেঁচে থাকুক। সেই মা আজ ১৪ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকরা জানিয়েছেন শারমিনের অবস্থা আর একটু অবণতি হলেই তাকে ফেরানো সম্ভব হবে না।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন শারমিন। এর আগে দুই দিন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মূলত জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হোন তিনি। তবে অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে শারমিনের বাবা বলেন, শারমিনের রক্তের সেল নষ্ট হচ্ছে। তার শরীরে নতুন করে রক্ত উৎপাদন হচ্ছে না বলেই দিন দিন অবস্থার অবণতি হচ্ছে। গত ৯ দিন হাসপাতালের বেডে একই অবস্থায় পড়ে আছে। শারমিনের শরীরে ঠিক কী রোগ বাসা বেঁধেছে? এ প্রশ্নের জবাবে তার বাবা বলেন, ‘নির্দিষ্ট করে এখনো কিছু বলেনি। তবে তাদের ধারণা, এটা ব্লাড ক্যানসার হতে পারে।’

আগামী দুই দিন যদি শারমিনের অবস্থার কোনো উন্নতি না হয় তাহলে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি বলে জানান হুমায়ূন কবির। তবে এ জন্য যে পরিমান অর্থের দরকার তা তার কাছে নেই। তবে এ ক্ষেত্রে কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন সেটা তিনি সাদরে গ্রহণ করবেন বলে জানান। একই সঙ্গে মেয়ের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

এদিকে অন্য আরেক কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন ছবিসহ। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শারমিন কে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ। আমরা শুধু পরিপূর্ণ চেষ্টা করতে পারি। থাইরয়েড সমস্যা জনিত কারণে ব্লাড ইনফেকশন। চিকিৎসার জন্য ৩-৪ দিনের মাঝেই সিঙ্গাপুর নিতে হবে। অনেক টাকার প্রয়োজন। আমি তার বাবাকে ফোন করেছিলাম। সে আমার কাছে কোনো আর্থিক সাহায্য চায়নি। কিন্তু তার টাকার প্রয়োজন। ১৫-২০ লাখ টাকা প্রাথমিক খরচ নিয়ে সিঙ্গাপুরে যেতে হবে। আপনার ইচ্ছে হলে তাকে বাঁচাতে এগিয়ে আসতে পারেন।

শারমিনের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। শারমিনের দাদা গান গাইতেন। বাবাও গান গাওয়ার পাশাপাশি গান লেখেন, সুর করেন। বাবা-দাদার পথ ধরেই লোকগান করেন শারমিন।