নারী যাত্রীর কোমরে ৭ কোটি টাকার স্বর্ণ

SHARE

1101শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’জন নারী যাত্রীর কোমড় থেকে সাড়ে ১৪ কেজি ওজনের মোট ১২৫টি  স্বর্নের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এ সময় সেই দুই নারী যাত্রীসহ ৪ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণগুলোর বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে আনোয়ারা বেগম (৩০), নাহিদা ফারজানা মনি (২৫), আনোয়ার পারভেজ (২৫) ও ওসমান সোহেল (২৯)।

এক বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, কুয়েত থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৪৬) দুপুরে চট্টগ্রামে ট্রানজিটের জন্য অবস্থান করে। সেখান থেকে দু’জন নারী বিমানে উঠে ঢাকায় আসে। তাদের কোমড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। আনোয়ারা ও নাহিদা চট্টগ্রামের একটি বিউটি পার্লারের কর্মচারী। তারা চট্টগ্রাম থেকে আনোয়ার ও সোহেলের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে এসেছিল।